- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

মানুষের মুখে বিজয়ের হাসি, জয়তু ছাত্র সমাজ

- Advertisement -

যেদিকে তাকাই মানুষের ঢল; লাখ লাখ জনতার ঢল; আবালবৃদ্ধবনিতার ঢল। সবার মুখে হাসি। স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ। ‘বাংলাদেশ বাংলাদেশ’ উচ্চারণ প্রত্যেকের মুখে। এ এক নতুন সৃষ্টির, নতুন জয়ের উল্লাস; নতুন ইতিহাস সূচনার উল্লাস; বিজয়ের উল্লাস; মুক্তি ও স্বাধীনতার উল্লাস।

ক্ষমতা যখন দানব হয়ে ওঠে, শাসক যখন দাম্ভিক হয়ে ওঠে, মানুষের বিপক্ষে দাঁড়ায় তখন এর পরিণতি ভালো হয় না। এটাই ইতিহাসের শিক্ষা। কিন্তু শাসকরা কখনো সেই শিক্ষা নেয় না। ক্ষমতা শাসককে করে তোলে দানব। শাসক হয়ে ওঠে শোষক। একসময় তার স্বৈর চেহারা ফুটে ওঠে মানুষের সামনে।

রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহিতার অভাব, স্বচ্ছতার অভাব এবং রাষ্ট্রের নীতিনির্ধারণে জন অংশগ্রহণের অভাবের ফলে শাসক বনে যায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী, যেখানে মানুষের জানমালের কোনো মূল্য থাকে না। মানবাধিকার অর্থহীন হয়ে পড়ে। গণতন্ত্রের কবর রচিত হয়। কেবল একটা লুটেরা গোষ্ঠী যারা স্বৈরাচারের দোসর তারাই শাসকের গুণকীর্তন করে নিজেদের ফায়দা লুটে নেয়। যখন যা ইচ্ছা তাই করে সেই গোষ্ঠী। সমাজে তৈরি করে বিবাদ, বিভক্তি, হানাহানি ও খুনোখুনি।  

রাজনীতির কেন্দ্রে যখন মানুষ থাকে না, মানুষের সুখ-দুঃখের কোনো মূল্য থাকে না তখন সেই রাজনীতি মানুষের সমাজ তৈরি করতে পারে না। বরং মানুষের বুকের ওপর চেপে বসে। হরণ করে নাগরিকের সকল অধিকার। ভোটের অধিকার, ভাতের অধিকার হরণ করে তারা এমন এক ভয়ের সংস্কৃতি জারি রাখে যেখানে মানুষ কথা বলতে ভয় পায়, লিখতে ভয় পায়, মত প্রকাশ করতে ভয় পায়।

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে বারবার বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করে যে অবৈধ ক্ষমতার পাথর মানুষের বুকের ওপর চেপে বসে দম বন্ধ করে রেখেছিল, মানুষ সহ্য করতে করতে যখন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল তখন সেই অপশাসনের বিরুদ্ধে, স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে অনেকে। সেই প্রতিবাদ, প্রতিরোধ নতুন মাত্রা পায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যখন ছাত্রদের ন্যায্য দাবি না মেনে নিয়ে আইন আদালত খেলা জুড়ে দেয় সরকার। উপরন্তু ‘রাজাকারের নাতিপুতি’ বলে তরুণ শিক্ষার্থীদের তুচ্ছতাচ্ছিল্য করা হয়। পুলিশের গুলিতে প্রাণ দিতে হয় নিরস্ত্র শিক্ষার্থী আবু সাঈদের। ডিবি পুলিশ তুলে নিয়ে যায় আন্দোলনের ছয় সমন্বয়ককে। গণগ্রেফতার-গণহত্যা শুরু করে সরকার। 

এরপর সমন্বয়কদের আহ্বানে দেশের সকল শ্রেণিপেশার আপামর জনতা তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় নেমে আসে। দীর্ঘ  স্বৈরশাসন ও অপশাসনের ভার-গুম-খুন, গ্রেপ্তার, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার ইত্যাদি জনমানুষ আর মেনে নিতে পারেনি। অনেক লাশের ভার মানুষ আর সইতে পারেনি। শত শত তাজা প্রাণের ভার বইতে পারেনি সারা দেশের ছাত্রজনতা। গণঅসন্তোষে ফেটে পড়ে মানুষ। কারফিউর ভয় না করে নানা কর্মসূচি পালনের পর ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিতে ঢাকাসহ সারা দেশের লাখ লাখ ছাত্রজনতা গণভবনের দিকে যাত্রা শুরু করে। শত শত লাশ পড়ার পর শেষ পর্যন্ত পতন ঘটে স্বৈরশাসনের। পুনরাবৃত্তি ঘটে ইতিহাসের। নির্মম আগস্ট ফিরে আসে অন্যভাবে। ক্ষমতাচ্যুতির আগস্ট, পলায়নের আগস্ট।

এখন সময় বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়ার। পথ মসৃণ নয়। পাড়ি দিতে হবে অনেক বন্ধুর পথ। এজন্য দেশের সকল নাগরিককেই দায়িত্ব নিতে হবে। সবচেয়ে আমাদের ভরসা রাখতে হবে তরুণ তুর্কীদের ওপর, যাদের দুঃসাহসী লড়াই, যাদের দাবি ছাত্রজনতাকে এক করেছে। আমাদের মনে রাখতে হবে যাদের লাশের উপর, যাদের আত্মত্যাগের কারণে  আমরা নতুন জয়ের স্বাদ পেয়েছি।

আমাদের মনে রাখতে হবে সকল নির্ভীক তরুণ শিক্ষার্থীদের, বিশেষ করে, নারী শিক্ষার্থীদের, সেইসব সমন্বয়কদের যাদের তীব্র আন্দোলনের মুখে, স্বৈরশাসনের অবসান হয়েছে। মনে রাখতে হবে গণমানুষের আকাঙ্ক্ষার কথা। ভবিষ্যতে রাজনীতিকদের মনে রাখতে হবে রাজনীতির কেন্দ্রে যেন মানুষ থাকে। মানুষের বিপক্ষে কোনো রাজনীতি নয়। আমাদের এ-ও মনে রাখতে হবে বিজয় যেন কোনো অবস্থাতেই বিষাদে পরিণত না হয়।

জয়তু ছাত্র সমাজ, জয়তু জনতা। জয়তু বিজয়ের নায়কেরা।

আহমেদ স্বপন মাহমুদ ।। কবি, প্রাবন্ধিক ও গবেষক

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -