ছাতকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হাফিজ সৈয়দ মাহমুদুল হাসান ওরফে আব্দুল হান্নান পীর (৮০ ) নামের এক বৃদ্ধ ব্যক্তি। বৃহম্পতিবার ভোরে তিনি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। আব্দুল হান্নান পীর উপজেলার গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের বড় সৈদেরগাঁও গ্রামের মৃত সৈয়দ আব্দুল ওয়াহিদের পুত্র। কবিরাজি পেশায় নিয়োজিত ছিলেন বলে এলাকায় তিনি কবিরাজ নামেই পরিচিত ছিলেন।
জানা যায়, একই গ্রামের তার এক আপন বোন সৈয়দা নীমা খানমের পরিবার প্রবাসে থাকার সুবাদে কেয়ারটেকার হিসেবে তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন। তিনি অবিবাহিত বলেও জানা গেছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরে গ্রামের মসজিদে ফজরের নামাজ শেষে বাড়িতে ফিরে বাড়ি ফিরে আসলে বারান্দায় অপেক্ষমান ঘাতকরা একাধিক বার ছুরিকাঘাত বারান্দায় ফেলে যায়। তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার কওে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।