ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলার তিনজন ও ওয়ারেন্টভুক্ত একজনসহ মোট চারজন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান এর দিকনির্দেশনায় জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ হযরত আলী সঙ্গীয় ফোর্সসহ রবিবার (৬ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ছাতক থানাধীন বড়কাপন পয়েন্ট এলাকায় জনৈক ছায়েদের কাঠের দোকানের সামনে থেকে তিনজন আসামিকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি, জয়নাল (৩৬), পিতা সুরুজ আলী, সাং দক্ষিণ বড়কাপন, হাফিজুর ইসলাম (৩২), পিতা মৃত আসকর আলী, নুর আহমদ (৩৬), পিতা মৃত আশিদ মিয়া,উভয় সাং বাদেশ্বরী, ০৯নং জাউয়া বাজার ইউনিয়ন, থানা ছাতক, জেলা সুনামগঞ্জ।
তাদের কাছ থেকে তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।AC BLACK (৩৭৫ মি.লি.),NO–1 MC DOWELL’S (৩৭৫ মি.লি.),ICE VODKA (৩৭৫ মি.লি.) মোট পরিমাণ ৫৭৫ মি.লি. এবং আনুমানিক মূল্য প্রায় ২,৫০০ টাকা।
এ সময় মদ পরিবহনে ব্যবহৃত সাদা রঙের নোহা গাড়ি (রেজি. নং–সিলেট–চ–৫১–০১৫১) জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
ঘটনার পর পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ হযরত আলী বাদী হয়ে ছাতক থানায় এফআইআর নং–০৪, তারিখ–০৬ অক্টোবর ২০২৫, ধারা–২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(ক)/৪১/৩৮ ধারায় মামলা দায়ের করেন।
এদিকে, এসআই রাহিম, এএসআই তোহা ও এএসআই আরিফ সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে সিআর–৫৪৭/২৪ নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফরহাদ (বাবুল মিয়া), পিতা তাজুল ইসলাম, সাং মন্ডলীভোগ, থানা ছাতক, জেলা সুনামগঞ্জকে ছাতক বাজার এলাকা থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত চার আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান।