সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬ ডিসেম্বর, শনিবার) কানাইঘাটের বড়বন বাজার ও চতুল বাজারে ‘শাপলা-কলি’ প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা পরিচালনা করেন।
গণসংযোগে স্থানীয় লোকজন তাকে পেয়ে হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেন এবং অনেকে বুকে-বুকে মিলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। কেউ কেউ বলেন, “আমি এনসিপির প্রার্থীকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম।” এসময় পুরো বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
গণসংযোগ চলাকালে শিব্বির আহমদ ব্যবসায়ী, ভোটার ও তরুণ সমাজের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি বলেন, নির্বাচনে সুযোগ পেলে এলাকার অবহেলিত খাতগুলোর উন্নয়নকে অগ্রাধিকার দেবেন।
এক বক্তব্যে শিব্বির আহমদ বলেন,
“আমি রাজনীতি করি মানুষের অধিকার, সম্মান ও এলাকার উন্নয়নের জন্য। কানাইঘাট-জকিগঞ্জের মানুষ বহুদিন অবহেলিত। জনগণ আমাকে সুযোগ দিলে এই অঞ্চলের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে দৃশ্যমান উন্নয়ন আনতে চাই। শাপলা-কলি প্রতীকের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন—এটাই আমার প্রত্যাশা।”
গণসংযোগে উপস্থিত ছিলেন—
লোকমান আহমদ হুদয়, যুগ্ম সমন্বয়কারী, সিলেট জেলা জাতীয় শ্রমিক শক্তি;
মুঈনুদ্দিন আহমদ, যুগ্ম সমন্বয়কারী, সিলেট জেলা জাতীয় শ্রমিক শক্তি;
আবুল হোসেন কামরান, যুগ্ম সমন্বয়কারী, সিলেট জেলা জাতীয় শ্রমিক শক্তি;
নাদিম মাহমুদ, যুগ্ম সমন্বয়কারী, সিলেট জেলা জাতীয় শ্রমিক শক্তি;
মো. আসাদ উদ্দিন, সদস্য;
শাব্বির রহমান, সদস্য।
নির্বাচন ঘনিয়ে আসায় শিব্বির আহমদ প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন ও বাজারে তৃণমূল মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে চলেছেন। স্থানীয়দের মতে, তাঁর এই নিরলস প্রচেষ্টা নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং ‘শাপলা-কলি’ প্রতীকের প্রতি সমর্থন ক্রমেই বাড়ছে।





