শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১২:৪৬ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১০ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুই শিক্ষার্থীর হাতে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।
সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে প্রতিবছর গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৪ লক্ষ টাকা শিক্ষাবৃত্তির জন্য বরাদ্দ রয়েছে। ইতোমধ্যে এ উপজেলায় ৪ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়েছে।