মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৭:০৬ অপরাহ্ন
সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেটের মনজলাল দারুল হিফ্জ ও দারুল ক্বিরাত মাদরাসায় ছবক প্রদান ও ছবক সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে। গতকাল ০৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২ টায় ৪ শিক্ষার্থীর কুরআন মাজিদের ১ম পাড়া হতে ৩০তম পাড়া পর্যন্ত হিফ্জ সম্পন্ন করে ও ৬ শিক্ষার্থী হিফ্জে নতুন ছবক প্রদান করা হয়। হিফ্জ সম্পন্নকারী শিক্ষার্থী মুনজির মুহাম্মদ আব্দুস সামী, পিতা,জ.উ.ম আব্দুল মুনইম মনজলালী। গ্রাম- আলমদ্বীন, জালালপুর, দক্ষিন সুরমা সিলেট। মুহাম্মদ হুসাইন আহমদ। পিতা মুহাম্মদ মখলিছুর রহমান, গ্রাম-নোয়াগাওঁ, সালুটিকর বাজার, ঘোয়াইনঘাট, সিলেট। মারুফ আহমদ, পিতা মুহাম্মদ মঈন উদ্দিন আশির, গ্রাম- মাইজভাগ, জালালপুর, দক্ষিণ সুরমা সিলেট। জুনেল আহমদ, পিতা মুহাম্মদ লেবু মিয়া, খন্দকার বাজার, বালাগঞ্জ, সিলেট। ছবক গ্রহনকারী শিক্ষার্থীদের পরিচয়। অলিউর রহমান।নপিতাঃ মনুফর আলী।গ্রাম, লক্ষীপুর। থানা দক্ষিণ সুরমা, জেলা, সিলেট। জিহাদ আহমদ। পিতাঃ ইউসুফ আলী।গ্রাম, রুস্তপুর। রউপজেলা, দক্ষিণ সুরমা, জেলা সিলেট।সাহেদ আহমদ। পিতা মোঃ নাজিম উদ্দীন। গ্রাম সৈয়দপুর। উপজেলা সদর, জেলা সিলেট।শামসুজ্জামান। পিতা, নানু মিয়া। গ্রাম বলদী।উপজেলা, দক্ষীণ সুরমা, জেলা সিলেট। তুহিন আহমদ। পিতা মোঃ নুর মিয়া। গ্রাম কাদিপুর। উপজেলা দক্ষিণ সুরমা, জেলা সিলেট। কামরুল ইসলাম (কারিম) গ্রাম, ইলাশপুর। উপজেলা, দক্ষিণ সুরমা। মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ হাফিজুল ইসলামের পরিচালনায়, হিফ্জ নবাগত ছাত্রদের সবক প্রধান ও হিফ্জ সমাপনী ছাত্রদের দোয়া পরিচালনা করেন মাদরাসার চেয়ারম্যান হাদিস জগতের উজ্জ্বল নকত্র জ.উ.আব্দুল মুনইম মনজলালী সাহেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরামগণ ও সকল ছাত্রদের অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।