শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০১:১৯ অপরাহ্ন
ছাতক প্রতিনিধিঃ বৈশ্বিক করোনা ভাইরাস পরিস্থিতিতে একটু খানি অানন্দের জন্য ছাতক শহরের চরেরবন্দ গ্রামের যুবকদের উদ্যোগে বালুর মাঠে ছোট্ট অায়োজনে “টায়ার প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার বিকেলে ব্যবসায়ী মো. অামির হোসেন, মোঃ অাব্দুল অালী, মো. মন্টু মিয়া, মো. মঈনুল হোসেনের পরিচালনায় ও মাহমুদুল হাসান, জইল মিয়া, ফায়াজ অাহমদ, সোহেল মিয়া, জনি মিয়া, রাজিব অাহমদ, মেরাজুল ইসলাম, রানা মিয়া, সালেহ অাহমদের সার্বিক সহযোগিতায় খেলায় প্রথম পূরস্কার ১টি মোবাইল ব্যবসায়ী মো. মামুন মিয়া উপহার দেন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পূরস্কার হিসেবে কমিটির পক্ষ থেকে ৩টি টি শার্ট উপহার দেওয়া হয়। খেলায় সাংবাদিক, তরুন সমাজ, যুব সমাজ, ক্রিকেটার, ফুটবলার, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। দীর্ঘ ৭ মাস পর চরেরবন্দ বালুর মাঠে একটি অন্য রকম অায়োজন ছিল, যা সচরাচর চোখে পড়ে না বা কেউ ইতিপূর্বে অায়োজন করে নাই, বিশেষ কৌশল “টায়ার প্রতিযোগিতা” অায়োজন করার কারনে মাঠে ছিল কয়েক শতাধিক মানুষের উপস্থিতি যা পূর্বের উপস্থিতির চেয়েও বেশি ও অানন্দধায়ক।