বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৭:৪০ অপরাহ্ন
ছাতক প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ছাতক থানার উদ্যোগে পুলিশ দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ তারিখে শুরু হওয়া প্রতিযোগিতায় ছাতক থানা পুলিশ, ছাতক সার্কেল অফিস ও জেলা বিশেষ শাখা (ডিএসবি) ছাতকে কর্মরত পুলিশের অংশ গ্রহনে গতকাল ১৬ ডিসেম্বর রাতে সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে(ওসি) নাজিম-খোখন জুটি বনাম মহিউদ্দিন-প্রার্থ চমৎকার খেলা উপহার দেন। ফাইনাল ম্যাচে প্রথম স্হান অর্জন করে (ওসি) নাজিম-খোখন ও দ্বিতীয় স্হান অর্জন করে মহিউদ্দিন-প্রার্থ। ছাতক থানার এএসআই অাব্দুস সাত্তারের পরিচালনায় ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও পুরস্কার তুলে দেন সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মোহাম্মদ বিল্লাল হোসেন। অারো উপস্থিত ছিলেন ছাতক থানার এসআই দেলোয়ার হোসেন, জেলা বিশেষ শাখা (ডিএসবি) এসআই বদরুল হোসেন, সার্কেল অফিসের এএসআই জহিরুল ইসলামসহ থানার ফোর্স বৃন্দ ও অাগত দর্শকবৃন্দ।