বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৭:২৮ অপরাহ্ন
মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে সিলেট নগরীর আখালিয়া এলাকায় ফ্রেন্ড নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী খেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ তারেক মিয়া বাবুল। মোঃ আলী হোসেন (ব্যাবসায়ী মোঃ বিল্লাল আহমেদ (ব্যাবসাহি) মোঃ ফয়েজ আহমদ (ব্যাবসাহি) মো.একরাম হোসেন সিলেট জেলা প্রেসক্লাব এর সদস্য ও আমাদের সময় এবং শ্যামল সিলেট পত্রিকার সাংবাদিক।
এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রলীগের সভাপতি হোসাইন মুহাম্মদ সাগর।
মোঃ লাহিন মিয়া (ব্যবসায়ী )মোঃ ফেরদৌস মিয়া( ব্যাবসাহি) আনু মিয়া,আজাদ, পল্লব, আরিফ মিয়া ৬নং ওয়াড সভাপতি সেচ্ছাসেবকলীগ। পরিচালনা কমিটি সদস্য হলেন। মোঃ শামিম মোঃ মিছবা মোঃ মোহন. মোঃ ইস্তাক মোঃ সৌরভ মোঃ শরিফ.মোঃ মুস্তাক মোঃ স্বপন. মোঃ নাঈম মোঃ রাকিব মোঃ সাদিক মোঃ সারুল মোঃ হাসান মোঃ সামসুল… মোঃ সুজন মোঃ তৈয়বআলী.মোঃ আকিঁল.আখালিয়া বড়বাড়ি খেলার মাঠে রাতে অনুষ্ঠিত হয়। এ টুনামেন্ট অংশগ্রহণকারী দলের মধ্যে হলেন
(১) ফাইটার এক্সপি (২) ট্রেন টান্ডারস(৩) গেইম চেঞ্জিং(৪) কেরেসমা এক্সপেস(৫) সুপার ইস্টার কিং(৬) কিংস টাইগার।
সার্বিক সহযোগিতায় প্রবাসী মোঃ শাহিন মিয়া মোঃ হাবিবুর রহমান উজ্জ্বল মোঃ নবীন পাশামোঃ রুহুল আহমেদ মোঃ আতিক আহমেদ মোঃ সুমন আহমেদ মোঃ শাহিন মিয়া মোঃ হাবিবুর রহমান উজ্জ্বল মোঃ নবীন পাশামোঃ রুহুল আহমেদ মোঃ আতিক আহমেদ মোঃ সুমন আহমেদ ।