বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৭:০৩ অপরাহ্ন
শাবজল হোসাইন: ইংরেজি নববর্ষ ২০২১ উপলক্ষ্যে কৃষকলীগের সকল নেতাকর্মীসহ সুনামগঞ্জ উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদ সংগঠন ১নং ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি ও কৃষকলীগ নেতা মোঃ মহিউদ্দিন মানিক।
সিলেট২৪ লাইভ’কে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মহিউদ্দিন মানিক বলেন, ইংরেজি নববর্ষ ২০২১ সকলের মাঝে প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক ।আগামী বছর জাতির জনকের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর দুর্বার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। দেশে ও বিদেশে বাংলাদেশ এর উজ্জ্বল ভাবমূর্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকল অপশক্তি, মাদক ও জংঙ্গিবাদের বিরুদ্ধে বাংলার জনগণ সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে।মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে বাংলার প্রতিটি জনগণ। বঙ্গ কন্যা জননেত্রী শেখ হাসিনার শাণিত নেতৃত্বে কৃষকলীগ আরো বেশি শক্তিশালী হয়ে সোনার বাংলা গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এটাই হোক নতুন বছরের প্রত্যাশা। পুরাতন বছরের দুঃখ, হতাশা ভুলে সুনামগঞ্জ জেলাসহ দেশের আপামর জনসাধারণের নতুন বছরের দিনগুলো কেটে যাক অনাবিল শান্তিতে। সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক সবার জীবন। আমার প্রিয় কৃষকলীগের সকল নেতাকর্মী, সুনামগঞ্জ জেলাবাসীসহ দেশবাসী সকলকে নতুন বছর ২০২১’র শুভেচ্ছা। শুভ ইংরেজি নববর্ষ ।