বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৬:০৭ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: দৈনিক সুনামকন্ঠের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ছাতক প্রেসক্লাব কার্যালয়ে গতকাল শুক্রবার বিকেল ৪ টায় ছাতক প্রেসক্লাব সভাপতি অালহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও দৈনিক সুনামকন্ঠের ছাতক প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচালনায় অায়োজিত অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার ইন্সপেক্টর অপারেশন মোঃ মিজানুর রহমান, ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাবের ছাতক প্রতিনিধি কাজী রেজাউল করীম রেজা, দৈনিক সমকাল ও উত্তরপূর্ব ছাতক প্রতিনিধি শাহ মোঃ অাখতারুজ্জামান, মোহনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহমুদ অালম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ফজল উদ্দিন, ছাতক পৌরসভার মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলি, অালোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক অালোকিত সিলেটের স্টাফ রিপোর্টার তানভীর অাহমদ জাকির। অালোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক একাত্তরের পত্রিকার ছাতক প্রতিনিধি সাকির অামীন, সাবেক সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা হুমায়ূন কবির রুবেল, অনলাইন গণমাধ্যম ড্রিম সিলেটের ছাতক প্রতিনিধি হাসান অাহমদ, মানবাধিকার কর্মী মাছুম অাহমদ, তরুন সমাজকর্মী ইমরান হোসেন শুভ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, দৈনিক সুনামকন্ঠ পত্রিকা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে। ছাতক উপজেলা সহ সুনামগঞ্জ জেলার সকল উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংবাদ প্রচার করার মাধ্যমে জেলাবাসীর কাছে একটি জনপ্রিয় পত্রিকা হিসেবে অবস্থান তৈরি করেছে। দৈনিক সুনামকন্ঠর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পত্রিকার সাথে সম্পৃক্ত সকলের প্রতি নিরন্তর ভালবাসা ও শুভ কামনা জ্ঞাপন করেন এবং সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার আহবান জানান তিনি। আলোচনা সভা শেষে সাংবাদিকদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি অলিউর রহমান চৌধুরী বকুল। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক জামরুল ইসলাম রেজা।