বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৭:৪৬ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতক শিল্পনগরী শহরের চরেরবন্দ শাহী জামে মসজিদের দীর্ঘ ১ যুগের বেশি সময়ের মুয়াজ্জিন, ছাতক পাথর লেবার সর্দার সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়ার শ্রদ্ধেয় পিতা, মোহাম্মদ হাবিব উল্লাহ গতকাল মঙ্গলবার দুপুর ২.৩০ টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না——-। তিনি দীর্ঘদিন যাবত শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁহার বয়স হয়েছিল (৭০) বছর। তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ গতকাল রাত ৮ টায় চরেরবন্দ শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে এবং কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাযার নামাজের ইমামতি করেন মাওলানা ফরিদ অাহমদ। জানাযায় উপস্থিত ছিলেন ও শোক প্রকাশ করেছেন, ছাতক পৌরসভার মেয়র অাবুল কালাম চৌধুরী, ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সুফি অালম সোহেল, পৌর কাউন্সিলর নওশাদ মিয়া, সাবেক কাউন্সিলর মাসুক মিয়া, ছাতক সিমেন্ট ফ্যাক্টরী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান, চরেরবন্দ ইজাজুল হোসাইন চিসতি (রহ:) নূরানী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা অাবুল হাসান মোঃ মুজাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নিজাম উদ্দিন, ছাতক থানা মসজিদের ইমাম ক্বারি ফরিদ উদ্দিন, মাওলানা নিজাম উদ্দিন, হাফিজ মাওলানা জাকির হোসেন, মাওলানা ফয়জুর রহমান, একতা শিল্পী গোষ্ঠী ছাতকের উপদেষ্টা পরিষদের সদস্য হাফিজ লুৎফুর রহমান চৌধুরী শাওন, ছাতক পাথর লেবার সর্দার সমবায় সমিতির নেতৃবৃন্দ, অাত্মীয়-স্বজন ও অাশ পাশের গ্রাম থেকে অাগত মুসল্লীয়ানে ক্বেরামগন উপস্থিত ছিলেন। জানাযার পূর্বে বত্তারা বলেন, অাল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারন করার তৌফিক দান করেন।