বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৬:৫২ অপরাহ্ন
ইংরেজি নববর্ষ উপলক্ষে আখালিয়া বড় বাড়ী,চান্দীয়ালা,খলাপাড়া উদ্যোগ ২দিন ব্যাপী নাইট মিনি ফুটবল ফাইনাল খেলার প্রধান অতিথি দৈনিক একাত্তর এর কথার প্রকাশক ও ফিজা এন্ড কোম্পানি পরিচালক নজরুল ইসলাম বাবুল কে আজ বিকেল ১ টায় সম্মাননা স্বারক হাতে তুলে দিচ্ছেন আয়োজক কমিটির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাব এর সদস্য মোহিদ হোসেন, দৈনিক শ্যামল সিলেট ও আমাদেরসময় এবং জেলা প্রেসক্লাব সদস্য মো. একরাম হোসেন, আনু মিয়া, সাংবাদিক শহীদুল ইসলাম সবুজ।
বিশেষ কাজে সিলেট এর বাইরে ছিলেন প্রধান অতীথী তাই ফাইনেল খেলায় আসতে পারেননি। তাই আয়োজন কমিটির সদস্যরা তার ফিজা এন্ড কোম্পানি অফিসে গিয়ে সাক্ষাৎ করেন।