বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৬:৪৬ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতকে বালু ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর চলেছে জমজমাট প্রচারনা। শিল্প নগরীর এই ঐতিহ্যবাহী সংগঠনের নির্বাচনে ৯টি পদের বিপরীতে ১৯জন প্রার্থী প্রতিদ্বন্ডিতা করতে যাচ্ছেন।
আগামীকাল ৯ জানুয়ারী এ নির্বাচনকে সামনে রেখে শহর জুড়ে প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট নেওয়ার চেষ্ঠায় ব্যস্থ সময় পার করেছেন অনেকটাই। প্রার্থীদের পোষ্টার বিলবোর্ডে পুরো বাজারে ছেয়ে গেছে। তবে নির্বাচনী প্রচারনায় এবার প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সবচেয়ে বেশী সক্রিয় ছিলেন।
বালু ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠনের এবারের উক্ত নির্বাচনে সভাপতি পদে ৪ জন প্রতিদ্বন্দিতায় রয়েছেন। এরা হলেন, মো. শাহনেওয়াজ চৌধুরী (কাপ-পিরিচ), মো. সামছু মিয়া (চেয়ার), মো. বাবুল হোসেন শাহেদ (চাকা), মো.হাবিবুর রহমান (ছাতা)। সহ-সভাপতি পদে রয়েছেন ৩ জন, মো. বাবুল মিয়া (আনারস), মো. জামিল আহমদ (কলস), মো. মুরাদ আলী (বাইসাইকেল)।
সাধারন সম্পাদক পদেও রয়েছেন ৩ জন, মো.খলিলুর রহমান (মাছ), মো. আব্দুল মোহাইমিন (মই), ফখরুল আলম (দেওয়াল ঘড়ি)। কোষাধ্যক্ষ পদে ৩ জন, সূদীপ কর (দোয়াত কলম), মো. আব্দুর রহমান (তালা চাবি), মো.আহসানুল হক (গোলাপ ফুল)। কার্যকরি নির্বাহী সদস্য পদে হলেন, মো. দিলোয়ার হোসেন (রিক্সা), মো. মিজানুর রহমান (ফুটবল), মো. সিদ্দেক আলী (মোমবাতি), মো. খালেছ মিয়া (খেজুর গাছ), মো. দুলাল মিয়া (মোরগ) ও মো. জহিরুল ইসলাম (ঘোড়া) প্রতীকে প্রতিদ্বন্ডিতা করছেন। সকল জল্পনা কল্পনা শেষ হবে অাগামীকাল বিকেলে ফলাফল ঘোষনা করার মাধ্যমে।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ফয়সাল তালুকদার জানান, নির্বাচন কমিশন সুষ্ঠু পরিকল্পনা ও দক্ষতার সহীত নির্বাচন বাস্তবায়নের জন্য সচেষ্ট ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে। প্রশাসন ও সাংবাদিকদের অান্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।