মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৭:০৩ অপরাহ্ন
আর এ শাওনঃ সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেছেন “বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে খেলাধুলার কোনো বিকল্প নাই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ ঘটে। প্রত্যকটি বাবা-মার উচিত সন্তানের মানসিক বিকাশে সহায়তা করা।খেলার মাধ্যমে লড়াকু মেজাজ গড়ে উঠে, যা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। খেলাধুলা প্রগতিশীল, অসাম্প্রদায়িক চেতনা এবং সুস্থ মনের বিকাশ ঘটায়।জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার পাশপাশি খেলাধুলাকে এক সাথে এগিয়ে নিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। যা বাস্তবায়নের জন্য অভিভাবক সহ সমাজের সংশ্লিষ্টদের একযোগে কাজ করতে হবে।তিনি গতকাল শনিবার ( ৩০ জানুয়ারী) রাতে সিলেট কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে নলকট আনন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ‘প্রথম মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাশ, জেলা পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য মোহাম্মাদ শাহানুর, সিলেট কেন্দ্রীয় কারাগারে ডেপুটি জেলার নওশাদ মিয়া, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের ব্যক্তিগত সহকারী শফিউল আলম জুয়েল, বিশিষ্ট মুরব্বী আহমদ আলী, নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক মামুন, কান্দিগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহনুর আলম, সদর উপজেলা স্পোর্টস একাডেমি, সিলেটের সাধারণ সম্পাদক ওলিউর রহমান, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আল মামুন শাহিন , শাহজালাল ফ্রেন্ডস সোসাইটির সভাপতি সাজ্জাদ খান, শ্রমিক ইউনিয়ন আম্বরখানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক হুশিয়ার আলী, মৌলভী প্রিন্টিং ও বশির স্পোর্টস এর পরিচালক নাজমুল ইসলাম, যুবনেতা আব্দুল খালিক, বিশিষ্ট মুরব্বী মরম আলী, উপদেষ্টা ছয়ফুল্লাহ মিয়া, মোসাহিদ আলী, আবুল কালাম, যুবনেতা কুতুব উদ্দিন, টুর্নামেন্ট কমিটির সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, ছাদ উদ্দিন, মুজিবুর রহমান প্রমুখ।
খেলায় ধারাবিবরণী প্রদান করেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া, রেজাউল হক মামুন, এম রাসেল সরকার। ম্যাচ পরিচালনা করেন বাফুফের তালিকাভুক্ত রেফারি সালা উদ্দিন রাজু, গুলজার আহমদ, তাওহীদ আহমদ।
ফাইনাল খেলায় মামু-ভাগনা একাদশ নৈরপুতা টাইব্রেকারে আরজু একাদশ, জেল স্টাফ, বাংলাদেশ জেলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।