মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৮:২১ অপরাহ্ন
সাবজল হোসাইন: দুই মামলার গ্রেফতারী পরোয়ানাসহ এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছেন তাহিরপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী লাউরগড়ের সাহিদাবাদ গ্রামের কিতাব আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪২)।
বুধবার তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, থানার এসআই মনিতোষ পালের নেতৃত্বে সিলেট মহানগরীর ধোপাদিঘীর পাড় আবাসিক এলাকা হতে পুলিশের একটি চৌকস টিম, এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবুল কালাম আজাদ (৪২)’কে বুধবার ভোররাতে গ্রেফতার করেন।
তিনি আরো বলেন,২০১৭ সালে সিলেট জেলা ও যুগ্ন মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক প্রতারণামুলক অর্থ আত্বসাৎ’র একটি (সি/আর) মামলায় আবুল কালাম আজাদকে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও একই মামলায় ৪ লাখ টাকা অর্থদন্ড’র রায় প্রদান করেন।
ওই মামলার রায় প্রদানের বহু পুর্ব হতেই সে পলাতক ছিল।
এছাড়াও সিলেট কোতয়ালী ও সুনামগঞ্জ সদর মডেল থানার পৃথক দুটি জি/আর মামলার গ্রেফতারী পরোয়নাভুক্ত পলাতক আসামী ছিলেন আবুল কালাম আজাদ।