মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৭:০৪ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতকের গন্দবপুর চমক স্মৃতি ক্রিকেট ক্লাব আয়োজিত সুপার লীগ সিজন-১ এর ফাইন্যাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত সুপার লীগে উপজেলার বিভিন্ন এলাকার ডজন খানেক টিম অংশ গ্রহন করে। শনিবার দুপুরে গন্দবপুর গ্রাম সংলগ্ন মাঠে ফাইন্যাল ম্যাচে মুখোমুখি হয় চমক স্মৃতি ক্লাব গন্দবপুর ও ওয়ারিয়ার্স বুড়াইরগাঁও। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চমক স্মৃতি ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আসন্ন কালারুকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল আলম। আয়োজক ক্লাবের সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্বার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদির তালুকদার, ইয়ং ষ্টার গ্রুপের সভাপতি সামিউল হক সানি, কবির আহমদ মেম্বার, লিটন মিয়া মেম্বার, হেলাল আহমদ, বাচ্চু মিয়া, হান্নান মিয়া, সায়েস্থা মিয়া, সিরাজ মিয়া, তাহিদ মিয়া, সুজাত মিয়া, সাইফুল ইসলাম, সুমন বাবু, আছাব আলী, আব্দুল হেকিম, তুলা মিয়া প্রমুখ। সভা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।