মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১২:২০ অপরাহ্ন
মোছাব্বি মাশরাফিঃ গ্রীন বাংলার পরিচালক ও সিলেটের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিপ্লব কুমার এষ। ওয়েস্ট ওয়ার্ল্ড ব্যাবসায়ী সমিতির সহ সাধারন পদে ছিলেন কিন্তু উক্ত ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র চলে যাওয়ায় বিপ্লব এষকে গতকাল ব্যাবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়।
এ বিষয় এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিপ্লব কুমার এষের সাক্ষাৎকার নেন সিলেট ২৪ লাইভের সহকারী বার্তা সম্পাদক মোছাব্বি মাশরাফি।
সিলেট২৪লাইভঃ আপনি অভিনয়ের পাশাপাশি কি ব্যাবসা করে আসছেন?
বিপ্লব এষঃ হ্যা, আমি অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি, মেডিকেল রোডে স্টেশনারির দোকান এবং ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে দি সেডো নামে আধুনিক জেন্টস পার্লার আছে।
সিলেট২৪লাইভঃ দেশের এই পরিস্থিতিতে আপনি কি করলেন মানুষদের জন্য?
বিপ্লব এষঃ দেশের এই কঠিন পরিস্থিতিতে আমি আমার সাধ্যমতো অসহায়দের পাশে দাড়িয়েছি।
সিলেট২৪লাইভঃ আপনাদের শপিং সিটিতে যে সকল ব্যাবসায়ীদের আর্থিক অবস্থা ভালো না তাদের জন্য কি কিছু করেছেন ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে?
বিপ্লব এষঃ শীঘ্রই আমাদের ব্যাবসায়ী সমিতি সিদ্ধান্ত নিবো আমাদের ব্যবসায়ী যারা আছেন তাদের মধ্যে যাদের এখন আর্থিক অবস্থা ভালো না তাদের কি ভাবে সহযোগিতা করা যায়।
সিলেট২৪লাইভঃ আপনার ব্যাবসায়ী নিয়ে কি কোনো চিন্তা আছে এবং আপনি কি কি করবেন?
বিপ্লব এষঃ ব্যবসায়ীদের যে কোন সমস্যা সমাধান ও সবসময় পাশে থাকব। এবং আমাদের ব্যবসায়ীদের উন্মুক্ত আলোচনার জন্য আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে তাই আমরা দ্রুত যে কোন সিদ্ধান্ত বা ব্যবসায়ীদের যে কোন সমস্যা জানতে পারি এবং পাশাপাশি আমি ব্যবসায়ীদের নিয়ে ব্যতিক্রম কিছু চিন্তা করবো।
পাশাপাশি বিপ্লব কুমার এষ ব্যাবসায়ী সহ সকলের কাছে দোয়া কামনা করেন এবং সবাইকে সচেতন ও নিরাপদে থাকান আহবান জানান।
সিলেট২৪লাইভ/এমএম