শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১২:১৩ অপরাহ্ন
অমিত আচার্য্য, ছাতক শহর প্রতিনিধি: সারা বিশ্ব আজ আতঙ্কের নাম, কোভিড-১৯ বা করোনা ভাইরাস।
বিশ্বের বড় বড় রাষ্ট্রকে আক্রমণীয় মৃত্যু পুরিতে পরিণত করে, এবার হানা দিয়েছে আমাদের দেশ তথা বাংলাদেশেও।
বাংলাদেশেও চলছে কোভিড-১৯ এর আক্রমণ। তারই প্রেক্ষিতে বিশ্বের বড় বড় অভিঙ্গ ডাক্তারের পরামর্শ অনুযায়ী, কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া ব্যাক্তিদের প্লাজমা থেরাপি অসুস্থ রোগীর শরীরে দিলে রোগীকে বাচাঁনো যায় বলে ধারনার পর থেকে, এই ধারা অক্ষুন্ন রেখে প্লাজমা দিচ্ছেন অনেকেই।
এর সুবাদে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার প্রথম প্লাজমা দাণ কারী ব্যাক্তি লিয়াকত আলী। তিনি ছাতকের পৌরশহর ৫নং ওয়ার্ডের লেবার পাড়া গ্রামের বাসিন্দা। সম্প্রীতি বেশকিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রথম পর্যায়ের কোভিড-১৯ টেস্ট পজিটিভ আসলেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য বিধি অনুসরণ করলে দ্রুত সুস্থ হয়ে ওঠেন লিয়াকত আলী।
গত ০৯ জুলাই ২০২০ ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাগবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি শাহীন চৌধুরী গুরুতর অসুস্থ হলে করোনার টেস্ট পজিটিভ ধরা পরে।
ডাক্তারি পরামর্শ অনুযায়ী প্লাজমা থেরাপির জন্য লিয়াকত আলি নিজ সম্মতিতে ১০জুলাই ২০২০ইং তারিখে শাহীন চৌধুরী’কে প্লাজমা প্রদান করে আসেন।
করোনায় যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং যারা প্রতিনিয়ত প্লাজমা দিচ্ছেন তাদের প্রতি সম্মান জানায় ছাতক বাজার পত্রিকা।
একটি কথা মনে রাখবেন, আপনি সুস্থ থাকলেই ভালথাকবো আমরা ভালো থাকবে বাংলাদেশ।