সেখানে তৈরি করা হচ্ছে মাস্কের আদলে পরোটা। সেই পরটাই দেওয়া হচ্ছে ক্রেতাদের পাতে। সেই পরোটা দেখতে অবিকল মাস্কের মতো। ঠিক মাঝের দিকটা আয়তকার। সেই পরোটার দুই পাশে আবার সরু করে কিছুটা অংশ রয়েছে। কানের সঙ্গে জুড়ে দেওয়ার জন্য যেমন মাস্কে থেকে থাকে।
দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে অবস্থিত এই রেস্তোরাঁ। মাদুরাইতে অবস্থিত এই রেস্তোরাঁ এখন শিরোনামে উঠে এসেছে এই মাস্কের আদলে পরোটা তৈরি করে। এই বিষয়ে রেস্তোরাঁ- র ম্যানেজার পুভালিঙ্গম বলেছেন, ‘মাদুরাইয়ের মানুষের মাঝে করোনা সম্পর্কে সচেতনতা নেই। প্রায় কেউই মাস্ক পড়ছে না। সেজন্যেই আমরা মাস্কের আদলে পরোটা তৈরি করা শুরু করেছি মানুষের মাঝে সচেতনতা গড়ে তুলতে।’
এই মুহূর্তে ভারতে করোনা আক্রন্তের সংখ্যা সাত লক্ষ ৬৭ হাজার। এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে প্রাণ খুইয়েছেন ২১ হাজার ১২৯ জন। এখনও পর্যন্ত সমগ্র দেশে চার লক্ষ ৭৬ হাজার করোনা আক্রান্ত মানুষ সুস্থ হয়ে উঠেছেন। তামিলনাড়ুতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ ২২হাজার জন। ১৭০০ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু ঘটেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪ হাজার ১৬৭ জন।