জনপ্রিয় পপ তারকা শাকিরা সঙ্গে ফুটবলের রয়েছে নাড়ির সম্পর্ক। যেখানেই ফুটবলে সেখানেই তিনি। বিয়েও করেছিলেন স্প্যানের তারকা এক ফুটবলারকে। বিশ্বকাপ ফুটবলে একাধিক আসরে মঞ্চ মাতানোর পাশাপাশি থিম সং গাওয়ার বিরল রেকর্ডও রয়েছে শাকিরার। তবে এই প্রথমবার তাঁকে দেখা যাবে কোপা আমেরিকার মঞ্চে। লাতিন বিশ্বকাপ হিসাবে পরিচিত এই আসরের ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা।
কলম্বিয়ান গায়িকা শাকিরা সুপার বোল এবং তিনটি বিশ্বকাপের মতো বড় বৈশ্বিক আসর কাঁপানোর পর, এবার কোপা আমেরিকার ফাইনালে মঞ্চ মাতাবেন তিনি। ১৪ জুলাই অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল। এরিমধ্যে সেই ফাইনালে জায়গা করে নিয়েছে মেসির আর্জেন্টিনা। আরেকটি দলের নাম জানা যাবে বুধবার।
এই ফাইনালের মধ্যবিরতিতে মঞ্চ মাতাতে দেখা যাবে পপ তারকা শাকিরাকে। লাতিন আমেরিকার আমেরিকার ফুটবল নিয়ান্তা মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
কনমেবল প্রধান আলেহান্দ্রো ডোমিনগেজ এক বিবৃতিতে বলেছেন, শাকিরা একজন অসাধারণ গায়িকা; যিনি সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছেন। তার গানগুলো গ্রহের প্রতিটি কোণে গাওয়া হয় এবং সবাইকে নাচের তালে মাতিয়ে রাখেন। আমরা নিশ্চিত, তিনি কোপা আমেরিকার ফাইনালও মাতিয়ে রাখবেন।
এবারের কোপা আমেরিকার থিম সং শাকিরাই গেয়েছেন। এবার সেই গান ফাইনালের মঞ্চেও গাইবেন তিন। অন্যদিকে, চলতি বছরের মার্চ মাসে শাকিরা তার ১২তম স্টুডিও অ্যালবাম ‘লা মুজেরেস ইয়া নো লোরান’ মুক্তি দেন। তার অ্যালবামটি শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে।