সিলেট নগরীর বন্দরবাজারের পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটেছে। আজ রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১১টায় কোর্ট পয়েন্টে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।
বেলা সাড়ে ১১টা থেকে কোর্ট পয়েন্টে জড়ো হতে শুরু করেন জামাত-শিবির ও আন্দলোনকারী ছাত্ররা। এসময় তারা স্লোগানে স্লোগানে বিক্ষোভ শুরু করেন। দুপুর সাড়ে ১১টার দিকে উভয়পক্ষের মাঝে উত্তেজনা দেখা দিলে পুলিশ আন্দোলকারীদের লক্ষ করে গুলি, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়তে শুরু করে। একপর্যায়ে জামাত শিবির সহ আন্দোলনকারীরা পিছু হটে।
এরপর আবার ১ দফার দাবীতে স্লোগান দিতে দেখা দিলে তাৎক্ষণিকভাবে বন্দরবাজার কোর্ট পয়েন্ট অবস্থান নেয় সিলেট আওয়ামীলীগ।
রিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামিলীগ এর দখলে রয়েছে কোর্ট পয়েন্ট- সময় দুপুর ২:৩০ মিনিট।