অনলাইন ডেস্ক : সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পর সিলেট নগরের রাজপথে মানুষের ঢল নেমেছে। বিভিন্ন পাড়া-মহল্লা, অলিগলি থেকে হাজার হাজার মানুষ রাজপথে এসে মিশেছেন। অনেকে জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন।
আজ সোমবার (৫ আগস্ট) বেলা ৩টার দিকে যখন বিভিন্ন গণমাধ্যমে খবর আসে শেখ হাসিন পদত্যাগ করে দেশ ছেড়েছেন তখনই সিলেট নগরে স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে।
সিলেটে উচ্ছ্বসিত জনতা রাস্তায় নেমে আসেন। তাদের অনেকে শেখ হাসিনা, আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
নগরের চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা, সুবিদবাজার, মদিনামার্কেট, লামাবাজার, সোবহানীঘাট, উপশহরসহ বিভিন্ন স্থানে মানুষের জমায়াতে মুখর হয়ে আছে। বৃষ্টি উপেক্ষা করে মিছিলকারীরা রাস্তায় উচ্ছ্বাস করতে থাকেন।