ছাতক প্রতিনিধিঃ ছাতকে ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যালয়ে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকা সহ প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা মুল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে শহরের মেহতাজ শপিং কমপ্লেক্সের ৩য় তলায় ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যালয়ে এ চুরি সংঘটিত হয়।
এ কার্যালয়ের ক্যাশ ইনচার্জ এমদাদুল হক শামীম জানান, চোরেরা কার্যালয়ের জানালা সহ গ্রিল ভেঙ্গে অফিসের ক্যাশে থাকা নগদ ৬ লক্ষ ৩৯ হাজার টাকা, অফিসের কাজে ব্যবহৃত প্রায় ৮০ হাজার টাকা মুল্যের এইচপি ও হার্জ কোম্পানির ২টি ল্যাপটপ, প্রায় ২৫ হাজার টাকা মুল্যের ২ টি মোবাইল ট্যাব সহ মালামাল চুরি করে নিয়ে যায়।
চুরির বিষয়টি ছাতক থানা ও ছাতকে কর্মরত সেনাবাহিনী ক্যাম্পে মৌখিকভাবে জানানো হয়েছে। থানা পুলিশ কর্ম বিরতি পালন করায় এ ব্যাপারে কোনো সাধারণ ডায়েরি করা সম্ভব হয়নি।