প্রতীকী ছবি
যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার ( ৪ জুলাই) দেশটির স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশ সময় বেলা ১২টা) ভোটগ্রহণ শুরু হয়; চলবে রাত ১০টা (বাংলাদেশ সময় রাত ৩টা) পর্যন্ত। খবর দ্য গার্ডিয়ানের।
এবারের নির্বাচনে প্রথমবারের মতো ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে প্রথমবারের ভোটারদের সরাসরি ভোট দেয়ার আগে ফটো আইডি প্রদর্শন করতে হবে। উত্তর আয়ারল্যান্ড ২০০২ সালে ভোটার আইডি চালু করে।
এ নির্বাচনে কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি, গ্রিন পার্টি, রিফর্ম পার্টি ও স্কটিশ ন্যাশনালিস্ট পার্টিসহ অন্তত ৯৮টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।
যুক্তরাজ্যের সরকারব্যবস্থা পাঁচ বছর মেয়াদি। সংবিধান অনুযায়ী, মেয়াদ শেষে নতুন নির্বাচন হওয়ার কথা। সে অনুযায়ী, ২০১৯ সালে নির্বাচনের পর পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৫ সালের জানুয়ারির মধ্যে হওয়ার কথা ছিল। তবে জনপ্রিয়তার তলানিতে থাকায় গত ২২ মে আকস্মিক আগাম নির্বাচনের ঘোষণা দেন সুনাক।
গেলো ১৪ বছর ধরে যুক্তরাজ্যে ক্ষমতায় রয়েছে কনজারভেটিভ পার্টি। কিন্তু তাদের দীর্ঘ শাসনে ভোটাররা যে খুশি নন, তা জরিপের পূর্বাভাসগুলোতেই স্পষ্ট। জনমত জরিপে এগিয়ে রয়েছে লেবার পার্টি।
জরিপ বলছে, সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জনসমর্থন পেয়ে নির্বাচিত হতে চলেছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টার্মার। বিপরীতে, প্রায় ২০০ বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পেতে পারে ঋষি সুনাকের দল।
যুক্তরাজ্যভিত্তিক জরিপ সংস্থা ইউগভের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে ৪২২ থেকে ৪৫৬টি আসন পেতে পারে লেবার পার্টি। বিপরীতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কনজারভেটিভ পার্টি। নির্বাচনে তারা ৭২ থেকে সর্বোচ্চ ১৪০টি আসনে জয়ের দেখা পেতে পারে, যা তাদের বর্তমান আসন সংখ্যা থেকে অনেক কম।
পিডিএস/এমএইউ