ছাতক প্রতিনিধিঃ ছাতকে সুরমা নদীতে চলাচলরত নৌ-যানের উপর ভ্রাম্যমান আদালতের অভিযানে দু’ বাল্কহেড থেকে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা আদায় করা হয়েছে। শুক্রবার দুপুরে সুরমা নদীতে চলাচলরত নৌ-যানের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সহকারী কমিশনার(ভুমি), নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু নাছির। ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে প্রয়োজনীয় বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় জামালগঞ্জ উপজেলার কালাক্ষা গ্রামের নিয়াদ আলীর পুত্র নুর জালাল(২২) এর কাছ থেকে ৩০ হাজার এবং একই অপরাধে সিলেট এয়ারপোর্ট থানার আলী নগর গ্রামের আব্দুল খালিকের পুত্র রিপন আহমদ(২৮) এর কাছ থেকে আরো ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আভ্যন্তরিন নৌ-যান অধ্যাদেশ ১৯৭৬ এর ৬১ ধারা মোতাবেক পৃথক মামলায় এ জরিমানা করা হয়। এসময় ছাতক থানা পুলিশ এবং নৌ-পুলিশ অভিযানের সাথে ছিলেন। ছাতক নৌ-পুলিশের ইনচার্জ আতিক আনোয়ার জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।