শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ২০ অক্টোবর থেকে ক্লাস-পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরআগে আগামী ৮ অক্টোবর থেকে আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, আগামী ৮ অক্টোবর থেকে ছাত্রদের আবাসিক হল খোলে দেয়া হবে। তবে নীতিমালার আলোকে ৮ থেকে ১৫ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীরা হলে উঠতে হবে। এছাড়া আগামী ২০ অক্টোবর থেকে বিভাগগুলো স্বকীয়ভাবে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করবে, তবে সকল বিভাগকে ১৯ নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সিন্ডিকেট সভায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনকে সিন্ডিকেট সদস্যবৃন্দ অভিনন্দন জানান। এরআগে জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শোক ও আহদের সুস্থতা কামনা করা হয়।
অন্যদিকে এদিন বিকালে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।