ছাতকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করতে গিয়ে সোনার গহনা খুইয়েছেন ৩ নারী। একটি সক্রিয় নারী চোর চক্র কৌশলে ৩ নারীর কাছ থেকে প্রায় ৬ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। সোমবার সকালে শহরের বাগবাড়ী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। স্মার্ট কার্ড সংগ্রহে সকালে বিদ্যালয় প্রাঙ্গনে জড়ো হয় নারী-পুরুষ। পৃথক লাইনে দাঁড়িয়ে স্মার্ট কার্ড সংগ্রহকালে একটি চোর লাইনে দাঁড়ানো নারীদের মাঝে মিশে যায়। চোর চক্র স্বর্ণালংকার ধারণ করা নারীদের চিহ্নিত করে কৌশলে গলায় পড়া চেইন, কানের দোল খুলে নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক নারী জানান, তিনি হিজাব পড়ে লাইনে দাঁড়িয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করার পর বাসায় এসে দেখন গলায় তার সোনার চেইনটি নেই। এসময় তিনি তার কপালে ও গলায় সিঁদুর জাতীয় পদার্থ লেগে থাকতে দেখেন। একই কায়দায় বাগবাড়ী এলাকার ভদ্র পরিবারের ৩ নারীর স্বর্ণালংকার চুরি করে নিয়ে য়ায় নারী চোর চক্র। সিঁদুর জাতীয় রাসায়নিক পদার্থ ব্যবহারের মাধ্যমে অনকটা নির্বাক করে চুরি কার্যক্রম সম্পাদন করে বলে ধারনা করা হচেছে।
TAGGED:ছাতক