চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত সাইফুল ইসলাম (২১) মারা গেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নিহত সাইফুল ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্যা এলাকার আলতাফ হোসেনের ছেলে। সে দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সাইফুল চট্টগ্রামে চাচার বাসায় বেড়াতে গিয়েছিল। গত ৪ আগস্ট চট্টগ্রামের সিআরবি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে মারধর ও গুলিবিদ্ধ হয় সাইফুল। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে এক মাস সাতদিন চিকিৎসাধীন থাকার পর তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। সোমবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন সাইফুলের মৃত্যু হয়।
নিহতের চাচা আমজাদ বলেন, পরিবারে চার সন্তানের মধ্যে সাইফুল বড় ছিল। সে চট্টগ্রামে চাচার বাসায় বেড়াতে গিয়ে আন্দোলনে অংশ নেয়। সেদিন তাকে আওয়ামী লীগের লোকজন বেধড়ক মারধর করে। এতে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত ভাতিজাকে বাঁচাতে পারলাম না। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারের সবাই বাকরুদ্ধ।
সাইফুলের বাবা আলতাফ হোসেন বলেন, গত চার আগস্ট চট্টগ্রামের সিআরবি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিতে সাইফুল অংশ নিয়ে মারধর ও গুলিবিদ্ধ হয়। আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাস সাত দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রেফার করে। সোমবার সকাল ৭টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন সাইফুলের মৃত্যু হয়। মঙ্গলবার সকাল এগারটার দিকে পারিবারিক কবরস্থানে নামাজের জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হবে।