- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ছাতকে ৩১টি মন্ডপে পালিত হচ্ছে দুর্গোৎসব; নিরাপত্তা বলয়ে পূজামন্ডপ

- Advertisement -

ছাতকে ৩১টি পূজা মন্ডপে পালিত হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। ৯ অক্টোবর থেকে মহা ষষ্ঠী পূজার মাধ্যনে শুরু হয়ে টানা ৫দিন ব্যাপী চলবে এ উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালনে সর্বত্র চলছে সাজ-সাজ রব। পাড়ায়-পাড়ায় চলছে আকর্ষনীয় পূজা মন্ডপ তেরীর কাজ। বরাবরের মতো এ বছরও পূজা মন্ডপ তৈরীতে ভিন্নতা আনার চেষ্টা করছেন স্ব-স্ব পূজা কমিটির নেতৃবৃন্দ। পূজার সময় ঘনিয়ে আশার সাথে-সাথে প্রতিমা শিল্পীদের ব্যস্ততাও বাড়ছে লক্ষনীয়ভাবে। বাশঁ, খড় ও মাটির কাজ শেষ করে চলছে প্রতিমা রংয়ের কাজ। প্রতিমা শিল্পীর শেস আচঁর পড়ার সাথে-সাথেই শঙ্খ ও উলু ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে প্রতিটি পূজা মন্ডপ। এ লক্ষেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিটি মন্ডপে চলছে সাজ-সজ্জা ও প্রতিমা তৈরীর কাজ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ মুহুর্তে সনাতন ধর্মালম্বিদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। উপজেলার ৩১টি পূজা মন্ডপের মধ্যে ১২টি পূজা মন্ডপ পৌরসভার অভ্যন্তরে। এ ছাড়া ইসলামপুর ইউনিয়নে ১টি, ছাতক সদর ইউনিয়নে ১টি, নোয়ারাই ইউনিয়নে ১টি, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে ১টি, দক্ষিন খুরমা ইউনিয়নের ৪টি, সিংচাপইড় ইউনিয়নে ৩টি, জাউয়াবাজার ইউনিয়নে ৩টি, দোলাবাজার ইউনিয়নে ২টি ও ছৈলা-আফজালাবাদ ইউনিয়নে ৩টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব পালনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন, পৌর প্রশাসক এবং থানা প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যেই পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে ৩১টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ইমাম, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসব বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী উৎসব চলাকালে অন্য ধর্মালম্বিদের ধর্ম পালনে কোনো ব্যাঘাত ঘটে এমন কর্মকান্ড থেকে বিরত থাকার বিষয়টি বিশেষ গুরুত্ব দেয়া হয়। এ ছাড়া আযান-নামাজের নির্ধারিত সময়ে গান-বাজনা, উচ্চ শব্দ বিশিষ্ট বাদ্যযন্ত্র বাজানো এবং আতশবাজী বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। প্রতি পূজা মন্ডপে নারী-পুরুষদের জন্য পৃথক রাস্তা, সিসি টিভি, নিজস্ব স্বেচ্ছাসেবক টিম রাখা বাধ্যতামুলক করা হয়। পৌর পূজা উদযাপন পরিষদে সভাপতি অরুন অধিকারী এবং সাধারন সম্পাদক দুলন তরফদার জানান, প্রশাসনের বৈঠকে যেসকল বিষয়ে আলোচনা বা গুরুত্ব দেয়া হয়েছে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রিয় কমিটির পক্ষ থেকেও প্রায় এমনই নিদের্শনা দেয়া হয়েছে। এসব নির্দেশনা সকল পূজা কমিটির নেতৃবৃন্দকে মেনে চলার জন্য আলোচনার বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে। বরাবরের মতো এ বছরও ধর্ম-বর্ণ সকলের সার্বিক ও আন্তরিক সহযোগিতায় শান্তপূর্ণভাবে শারদীয় উৎসব পালিত হবে বলে তারা আশাবাদী। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান জানান, পূজায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ইতিমধ্যে সকল পূজা কমিটি নিয়ে বৈঠক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রতিটি মন্দিরে থানা পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবক টিম ও মোবাইল টিম কাজ করবে। ট্রাফিক নিয়ন্ত্রনে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক টিম সড়কে ট্রাফিক পুলিশকে সহায়তা করবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না সকলকে শান্তিপূর্ন ভাবে উৎসব পালনের পরামর্শ দিয়ে বলেন, উৎসব চলাকালনি সময়ে প্রশাসনের পক্ষ থেকে সব সময়ই নজরদারী থাকবে। ছাতক হচ্ছে উল্লেখযোগ্য সম্পীতির শহর। গুজব ছড়ানো থেকে বিরত থাকা পরামর্শ দেন তিনি। শান্তি বিনষ্টকারী এবং গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্তা নেয়া হবে। ছাতক সেনাবাহিনী ক্যাম্পের অধিনায়ক মেজর জাবির বলেন, শারদীয় উৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর নিয়মিত মোবিং করবে। দুর্গোৎসব পালনে রাষ্ট্রিয় নির্দেশনা মেনে চলার জন্য সনাতন ধর্মাবলম্বি সকলের প্রতি আহবান জানান তিনি।

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -