৪ আগস্ট ছাত্র -জনতার উপর হামলার ঘটনায় মামলায় গ্রেফতার সুনামগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে আদালতে তুলা হলে সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতের বিচারক না থাকায় কারাগারে প্রেরণ করেন জুডিশিয়াল ম্যাজিস্টেট মোহাম্মদ আলমগীর।
সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের আইনজীবী অ্যাড. আব্দুল হামিদ বলেন, ৪ আগস্টে হামলায় উনাকে জড়ানো হয়েছে। এটি সঠিক নয়। তিনি ৪ আগস্ট অসুস্থতার জন্য ঢাকায় ছিলেন। কোনো ভাবেই তিনি এই মামলায় জড়িত নয়। আজকে দ্রুত বিচার আদালতের বিচারক না থাকায় জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্টেট মোহাম্মদ আলমগীর কারাগারে প্রেরণ করেছেন। এবং তিনি অসুস্থ্য থাকায় কারা কর্তৃপেক্ষর নীতিমালা অনুযায়ী চিকিৎসা প্রদানের আদেশ দিয়েছেন। আগামী ১৫ অক্টোবর এই মামলার শুনানীর তারিখ ধার্য্য করেছেন আদালত।