ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ জৈন্তাপুরের সন্তানরা সমাজের সর্বক্ষেত্রে অবদান রেখে চলেছেন। তারই অংশ হিসেবে, জৈন্তাপুর উপজেলার সন্তান এবং দৈনিক আলোকিত সিলেটের (ভারপ্রাপ্ত) সম্পাদক মোহাম্মদ গোলজার আহমদ হেলাল সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
২০ অক্টোবর রবিবার বিকেলে জৈন্তাপুর উপজেলার দিগারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ আজাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব সংগঠক দুলাল আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর জৈন্তা উন্নয়ন ফোরামের সভাপতি ও সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, এবং জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম. এম. রুহেল।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, যা করেন নাঈম আহমদ। এরপর স্বাগত বক্তব্য রাখেন আলহেরা ডিজিটাল আইটির পরিচালক জুবায়ের আহমদ।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, জৈন্তাপুরের সন্তানরা সবসময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তারা বলেন, গোলজার আহমদ তার কাজের মাধ্যমে সিলেটজুড়ে আলো ছড়াচ্ছেন এবং তিনি জৈন্তাপুরের গৌরবকে আরও উজ্জ্বল করছেন।
সংবর্ধনার জবাবে মোহাম্মদ গোলজার আহমদ বলেন, “আজ আমি খুবই আবেগাপ্লুত। যে বিদ্যালয় থেকে আমার শিক্ষা জীবন শুরু হয়েছিল, সেই বিদ্যালয়ে আজ আমাকে সংবর্ধিত করা হচ্ছে, এটি আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত। আমি এই সম্মান আজীবন মনে রাখব এবং যতদিন বেঁচে থাকব, জৈন্তাপুরের মানুষের জন্য কাজ করে যাব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দৈনিক জৈন্তাবার্তার প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, আজকের সিলেটের প্রতিনিধি ইমাম উদ্দিন, মাওলানা জামিল বিন মুজাফ্ফর, এবং দৈনিক কাজিরবাজারের প্রতিনিধি মুরাদ হাসান।
অনুষ্ঠানে স্থানীয় যুবক, ছাত্র, এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে মোহাম্মদ গোলজার আহমদকে অভিনন্দন জানান।
(বিজ্ঞপ্তি)