ছাতক পৌরসভায় জামায়াত ইসলামী ২০০৬ সালের পল্টন হত্যাকাণ্ড ও ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত অভ্যুত্থানে গণহত্যার জন্য দোষীদের বিচারের দাবিতে শুক্রবার বিকেলে রহমাতবাগে দলীয় কার্যালয়ে সমাবেশের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ এবং পরিচালনা করেন পৌর জামায়াত নেতা আবু সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ শাহআলম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সুরা সদস্য এডভোকেট রেজাউল করিম। সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসেন, জেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা মুজিবুর রহমান এবং পৌর পেশাজীবি পরিষদের সভাপতি আবু জিহান প্রমুখ।
সেলিম মাহবুব/ছাতক