দেশে ৩৫ বছরের বেশি বয়সের মানুষদের মধ্যে প্রতি ১০০ জনের ১৩ জন চোখের স্থায়ী অন্ধত্বজনিত রোগ গ্লুকোমা সমস্যায় ভুগছেন। এর মধ্যে ৩ দশমিক ২ জন গ্লুকোমায় আক্রান্ত এবং ১০ জন সন্দেভাজহন রোগী হিসেবে চিহ্নিত হয়েছে।
বর্তমানে দেশে গ্লুকোমা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ এবং সন্দেহভাজন রোগী ৫০ লাখ। চক্ষুরোগ বিশেষজ্ঞদের সংগঠন বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির উদ্যোগে ২০২২ সালে দেশব্যাপী পরিচালিত জরিপে এ চিত্র উঠে এসেছে।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ গ্লুকোমা রোগের প্রকোপ ও সামাজিক প্রভাব শীর্ষক অনুষ্ঠানে জরিপ ফলাফল প্রকাশ করা হয়। জরিপ প্রতিবেদন উপস্থাপন করেন গ্লুকোমা সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ডা. শেখ এম এ মান্নাফ। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।