প্রায় একযুগ পর নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে সিরিজ হাতছাড়া করেছে ভারত। আজ শনিবার (২৬ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে হারিয়েছে কিউইরা। বেঙ্গালুরুতে ৮ উইকেটে হারের পর পুনেতে ১১৩ রানে হেরেছে ভারত।
নিউজিল্যান্ডের দেওয়া ৩৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪৫ রানেই গুটিয়ে যায় ভারত। এতেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল কিউইরা। এটি ভারতের মাটিতে কিউইদের প্রথম টেস্ট সিরিজ জয়।
চতুর্থ ইনিংসে বড় এই লক্ষ্য তাড়া করা ভারতের জন্য মোটেই সহজ ছিল না। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে রোহিতকে হারিয়েও ১ উইকেটে ৯৪ রান তোলে ভারত। তবে এরপর শুরু হয় ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল।
এর আগে দ্বিতীয় দিন শেষে ৩০১ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ড তৃতীয় দিনে যোগ করে মাত্র ৫৭ রান। শেষ ৫ উইকেট হারিয়ে তারা অলআউট হয় ২৫৫ রানে।
দুই ইনিংসে ১৫ উইকেট শিকার করা মিচেল স্যান্টনার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। আগামী ১ নভেম্বর তৃতীয় ও শেষ টেস্টে মুম্বাইয়ে মুখোমুখি হবে দুই দল।