গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি টিম বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে সিলেটের জালালাবাদ থানার মদিনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে যুবলীগের কোম্পানীগঞ্জ শাখার সাবেক সভাপতি ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে। ইকবাল হোসেন (৪৫) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুল মালেক আমিনের পুত্র।
এই মামলার ভিত্তি গত ২৬ আগস্ট সিলেটের কোতোয়ালি থানায় দায়ের করা একটি এফআইআর (এফআইআর নং-২৭/৩৮২), যেখানে বিস্ফোরক দ্রব্যাদি আইনের পাশাপাশি ১৮৬০ সালের পেনাল কোডের বিভিন্ন ধারা অন্তর্ভুক্ত ছিল।
গ্রেফতারের পর ইকবালকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সিলেটের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বিষয়টি র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল নিশ্চিত করেছেন।