আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারনী ম্যাচে ভালো শুরু পায় বাংলাদেশ। এরপরে হঠাৎই ছন্দপতন। বিনা উইকেটে ৫৩ রান সংগ্রহের পর ৭২ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে টাইগাররা। মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহর ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সফরকারীরা। ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
সোমবার (১১ নভেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মিরাজ। ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার।
মাঝে দুইবার জীবন পান তানজিদ তামিম। তবে একপ্রান্তে সাবলীল ব্যাটিং করতে থাকেন সৌম্য। আফগান বোলারদের ওপর চড়াও হন তিনি। ৫০ রানের জুটি গড়েন এই দুই টাইগার ওপেনার।
তবে দলীয় ৫৩ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। ২৩ বলে ২৪ রান করে আউট হন সৌম্য। আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি।
সৌম্যের বিদায়ের পর সাজঘরের পথ ধরেন তানজিদ তামিম। মোহাম্মদ নবির বলে হাশমতুল্লাহ শাহীদির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ২৯ বলে ১৯ রান করেন এই ওপেনার। আর ৭ বলে ৪ রান করে রান আউটের শিকার হন জাকির হাসান।
এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ইনিংস মেরামত করার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। তবে দলীয় ৭২ রানে ফের উইকেট হারায় বাংলাদেশ। ১৪ বলে ৭ রান করে আউট হন হৃদয়।
এরপর ক্রিজে আসা মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মিরাজ। দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। অর্ধশত রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটার।