ছাতক উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম মোস্তাফা মুন্না বদলি হয়েছেন। সোমবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের কাছে।
জানা গেছে, মো. গোলাম মোস্তাফা মুন্না আগামী মঙ্গলবার সিলেটের বিয়ানীবাজার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। অন্যদিকে, মো. তরিকুল ইসলাম ছাতক উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন। এর আগে তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, জাউয়া বাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।