রাজধানীর উত্তরায় একটি কনটেইনারবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে সেখানে ডাবল লাইন থাকায় এক লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।
সোমবার (২৫ নভেম্বর) সকালে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় উত্তরার জয়নাল মাকের্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ঢাকা থেকে উত্তরার জয়নাল মাকের্ট পৌঁছালে লাইনচ্যুত হয় ট্রেনটি।
কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল কনটেইনারবাহী ট্রেনটি। সকালে আজমপুরে সেটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে যাওয়ার পথটি বন্ধ আছে। তবে ঢাকামুখী লাইনে ট্রেন আসা যাওয়া করছে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়নি। কিন্তু কিছু বিলম্ব হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আমাদের উদ্ধারকারী ট্রেন সেখানে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। দ্রুত লাইন ঠিক হয়ে যাবে বলে আশা করছি।’