পবিত্র কোরআন অবমাননার অভিযোগে দোয়ারাবাজার উপজেলায় তৌহিদী জনতার হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দির পরিদর্শন করেছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মংলারগাঁও গ্রামে ক্ষতিগ্রস্ত লোকনাথ মন্দির ও ভাঙচুরকৃত ঘরবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ইসকন মন্দিরও ঘুরে দেখেন।
পরিদর্শনে তার সঙ্গে ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সুনামগঞ্জ জেলার আহ্বায়ক অশোক তালুকদার, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষসহ স্থানীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বুধবার রাতে আকাশ দাস নামের এক হিন্দু যুবকের পবিত্র কোরআন শরিফে পা দেয়ার একটি ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তৌহিদী জনতা আকাশ দাসের বাড়ি ঘেরাও করে এবং হামলা চালিয়ে তার বাড়ি, অন্যান্য ঘরবাড়ি ও লোকনাথ মন্দির ভাঙচুর করে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় আকাশ দাস ও তার পরিবারকে রক্ষা করা হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আকাশ দাসকে থানায় নিয়ে যায় এবং নিরাপত্তার স্বার্থে তাকে সুনামগঞ্জ সদর থানা হেফাজতে রাখা হয়।
ছাতক উপজেলা পরিষদের সেনা ক্যাম্প থেকে চারটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে গ্রামবাসীকে রক্ষা করে। প্রশাসনের পক্ষ থেকে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে সঠিক বিচারের আশ্বাস দিয়ে জনতাকে শান্ত করা হয়।