ছাতকে ট্রাক চালকের কিল-ঘুষিতে প্রাণ হারিয়েছেন আবদুল কাহার (৪৫) নামের এক ভাঙারি ব্যবসায়ী। এ ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক রতন মণ্ডল মিয়াকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল কাহার দক্ষিণ বড়কাপন এলাকার মোহাম্মদ আবদুল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়কাপন পয়েন্টে মেসার্স এনাম ট্রেডার্সে ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩৬১৯) দিয়ে রড নিয়ে আসেন চালক রতন মণ্ডল মিয়া। দোকানের পাশে ট্রাক রাখাকে কেন্দ্র করে ভাঙারি ব্যবসায়ী আবদুল কাহারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রতন মণ্ডল আবদুল কাহারকে একাধিক কিল-ঘুষি মারেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্যবসায়ীর মৃত্যুর পর স্থানীয় লোকজন অভিযুক্ত ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। অভিযুক্ত রতন মণ্ডল রাজবাড়ি জেলার পাংশা উপজেলার চর আখড়া এলাকার মৃত সিকান্দার মণ্ডলের ছেলে।
জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আবদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত ট্রাক চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।