ছাতক উপজেলা মিনি স্টেডিয়ামে কার্নিভাল ইন্টারনেটের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পৌরসভা প্রিমিয়ার ক্রিকেট লীগ-২৪ (সিজন ৩)-এর ফাইনাল খেলা ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেল ২টায় অনুষ্ঠিত হয়। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে মুখোমুখি হয়েছিল এলিভেন স্টার ছাতক ও বেঙ্গল টাইগার্স ছাতক।
ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ:
টসে জয়লাভ করে ব্যাটিং নেয় এলিভেন স্টার ছাতক। তারা নির্ধারিত ওভারে ২২০ রান সংগ্রহ করে বেঙ্গল টাইগার্স ছাতককে ২২১ রানের টার্গেট দেয়। জবাবে বেঙ্গল টাইগার্স ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৯ রানে থেমে যায়। ফলস্বরূপ, এলিভেন স্টার ছাতক ৮১ রানের বিশাল জয় পায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান:
খেলা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- ছাতক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মো. লাল মিয়া।
- কার্নিভাল ইন্টারনেটের পরিচালক এবং দৈনিক সিলেট ২৪ লাইভ ডট কমের সম্পাদক মাহমুদুল করিম নেওয়াজ।
- ব্যবসায়ী তজ্জুমুল আলী।
পুরস্কার বিতরণ:
- চ্যাম্পিয়ন দল এলিভেন স্টার ছাতকের অধিনায়ক সেবুল এবং টিম ম্যানেজার শরীফ আহমদ চৌধুরীর হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ১০ হাজার টাকা তুলে দেন মাহমুদুল করিম নেওয়াজ।
- রানার্সআপ বেঙ্গল টাইগার্স ছাতকের অধিনায়ক তোফায়েল এবং টিম ম্যানেজার জহির উদ্দিন দিনানের হাতে ট্রফি ও নগদ ৭ হাজার টাকা তুলে দেন আমেরিকা প্রবাসী মুছা আহমেদ রমী।
বিশেষ সম্মাননা:
- ম্যান অব দ্যা ম্যাচ: এলিভেন স্টারের সোহান আহমদ।
- সেরা ব্যাটসম্যান: মিলিটারি ছাতকের সানি।
- সেরা বোলার: বেঙ্গল টাইগার্সের তোফায়েল।
- টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: এলিভেন স্টারের রাতুল আহমেদ।
- ফাইনালে বেঙ্গল টাইগার্সের মামুন আহমদ অপরাজিত থেকে ১০২ রান করেন।
আম্পায়ার ও স্কোরবোর্ড:
ফাইনালে আম্পায়ারের দায়িত্ব পালন করেন রাব্বি ও হৃদয়। স্কোরবোর্ডের দায়িত্বে ছিলেন রানা আহমদ ও মাশরুর।
উল্লেখ্য, পুরো টুর্নামেন্টে নবীন ও প্রতিভাবান ক্রিকেটারদের দাপুটে পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে।