বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন গঠিত হয়ে যাওয়ার পর এখন নির্বাচন বিলম্বিত করার কোনো প্রয়োজন নেই। জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, “যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, এখন নির্বাচন অনুষ্ঠানের জন্য বিলম্বের কোনো কারণ নেই। নির্বাচন কেন্দ্রিক সব সংস্কার কার্যক্রম শেষ করেই দ্রুত নির্বাচন আয়োজন করা সম্ভব। জনগণ আশা করে যে, প্রধান উপদেষ্টা এই বিষয়ে স্পষ্ট এবং সুস্পষ্ট বক্তব্য দেবেন।”
তিনি আরো উল্লেখ করেন, “নির্বাচনের সুনির্দিষ্ট সময় নির্ধারণের জন্য রাজনৈতিক দল ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করা উচিত।”
বিএনপির স্থায়ী কমিটির সভা নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “নির্বাচন নিয়ে সবাই মনে করে ড. ইউনূসের বক্তব্য অস্পষ্ট। কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। বিজয় দিবসে দেওয়া জাতির উদ্দেশ্যে ভাষণে ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ এর প্রথমার্ধে নির্বাচন করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা, যা একেবারে অস্পষ্ট। সুনির্দিষ্ট সময়ের উল্লেখ নাই। আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন ২০২৬ সালের জুনের কথা যা পরস্পর বিরোধী। বিভ্রান্তি সৃষ্টি করবে।”
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।