সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার তামাবিল রোডে দামড়ী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী সৈয়দ মুখসুদ হাসান মহান ও আব্দুল আজিজ সায়েমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। দুর্ঘটনায় নিহত মহান ও সায়েমের আত্মার মাগফেরাত কামনা করে এবং আহত মাহি ও সৈয়দ তাহমিদের সুস্থতা কামনা করে বিদ্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিলে প্রাক্তন ছাত্র আব্দুল আজিজ মেহেদীর সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র অহী আম্বিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, সভায় উপস্হিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আরজু মিয়া, শিক্ষক আবুল কালাম, অজয় কৃষ্ণ পাল, সুমি রানী চৌহান, প্রাক্তন ছাত্র আবু সুফিয়ান মোঃ সবুজ, সাদি, পিনান, শুভ, ফারহান, ওহী। রবিবার সকাল ১১:৩০ ঘটিকার সময় ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিল পরিচালনা করেন মন্ডোলীভোগ শাহজালাল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মমিন। আরও ছিলেন ছাতক উপজেলা জামে মসজিদের ইমাম কারী হাফিজ আমিন উদ্দিন, ছাতক টেকনিকেল জামে মসজিদের ইমাম হাফিজ শামিম আহমদ প্রমুখ। ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্হিত ছিলেন।