বিশ্বনাথ উপজেলার অন্যতম সামাজিক সংগঠন রেসকিউ লাইফ ফাউন্ডেশন-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত ৮ম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) সকাল ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্বনাথ পৌর শহরে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি পৃষ্ঠপোষকতা করেন যুক্তরাজ্যপ্রবাসী শিক্ষানুরাগী, বিশ্বনাথ এইড ইউকে-এর সভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর সহ-সাধারণ সম্পাদক জনাব আব্দুল রহিম রঞ্জু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুন নুর তুষার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তরুণ ও যুব সমাজের মাঝে রক্তদানের গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যেই এই ক্যাম্পেইনের আয়োজন। বর্তমান প্রজন্ম সচেতন হওয়ায়, এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও তরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
তারা আরও বলেন, রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বাড়লে মানুষ জরুরি মুহূর্তে রক্তদান করতে আগ্রহী হবে এবং এতে অসহায় রোগীরা উপকৃত হবে। এ পর্যন্ত সংগঠনটি আটটি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সফলভাবে আয়োজন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
সিনিয়র সহ-সভাপতি: নজির আহমেদ
সহ-সাধারণ সম্পাদক: জাহিদুর রহমান
সহ-সাংগঠনিক সম্পাদক: জোবায়ের হোসাইন
প্রচার সম্পাদক: মোঃ খলিলুর রহমান
সহ-প্রচার সম্পাদক: হাফিজ উদ্দিন, মাহিন খান
রক্ত বিষয়ক সম্পাদক: শাকিল আহমেদ
প্রিন্ট মিডিয়া সম্পাদক: আল হাদী
কার্যকরী সদস্যবৃন্দ: শুভ্র দেব শুভ, আল আমিন, রাজুল ইসলাম, তানিম, মাহিম, তানজির প্রমুখ।
সংগঠনটি ভবিষ্যতেও আরও জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।