ছাতকে সুরমা নদীতে বি আই ডব্লিউ টি এ কর্তৃক ইজারার টোল আদায়ের বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে স্থগিতাদেশ প্রদান করা হয়েছে।ছাতক শহরের সোহাগ আহমদ নামে একজন ব্যক্তি হাইকোর্টে রিভিশন নং ২২৫৪/২৫ আবেদন করেন। এখানে প্রতিপক্ষ করা হয়েছে বিআইডব্লিউ টিএ’র চেয়ারম্যানকে। আবেদনে তিনি দাবি করেন যে, ঢাকা জেলা জজ কোর্টের একটি আদেশ (০৪ জুন ২০২৫) তার জন্য ক্ষতির কারণ হয়েছে। এই আদেশটি পুর্বের একটি মামলার (Money Suit No. 28/2025) স্থগিতাদেশ দেয়া হয়েছে।
আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট সেই আদেশের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত ( Stayed) করেছে। এবং BIWTA-কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যে, কেন এই আদেশ বাতিল করা হবে না। ফলে সুরমা নদীতে বিআইডব্লিউটিএ’র টোল আদায় আরো ৬ (ছয়) মাস পুর্বের ইজারাদার করতে পারবেন।
গত ০৪.০৬.২৫ ইং তারিখের মিস আপীল নং ১১৯/২০২৫ মামলার আদেশ বাতিল করা হবেনা অথবা আদালত আর কোন নির্দেশ জারি করবেনা। ০৪.০৬.২৫ ইং তারিখের আদেশ ৬ মাসের জন্য স্থগিত (Stayed) করা হয়েছে।
গত ২৩ জুন ২৫ ইং হাইকোর্টের বিচারপতি এ কেএম রবিউল হাসান এই স্থগিতাদেশ (Stayed) দিয়েছেন। এই মামলাটি পরিচালনা করেছেন, হাইকোর্টের সিনিয়র আইনজীবী মোঃ কামরুজ্জামান কচি।