আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ইসলামী দলগুলো প্রার্থী চূড়ান্ত করেছে।
ইসলামী দলগুলো হলো: বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
ইসলামী দলগুলোর চূড়ান্ত প্রার্থীরা হলেন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সিলেট জেলার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান,
খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (যিনি খেলাফত মজলিসের মনোনয়ন পেয়ে একাদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন) মুহাম্মদ মুনতাসির আলী,
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত সিলেট জেলার সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলার সভাপতি (ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন পেয়ে একাদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন) মাওলানা মুহাম্মাদ আমির উদ্দিন,
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. মুফতি লুৎফুর রহমান ক্বাসিমী,
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রহ. এর সুযোগ্য সন্তান হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী।





