সিলেটের বিশ্বনাথে আরিয়ান আহমদ (৬) নামে নিখোঁজ এক শিশুর লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর গ্রামসংলগ্ন সুরমা নদীতে তাঁর লাশ পাওয়া যায়। আরিয়ান লামাকাজী ইউনিয়নের গ্রাম পুলিশ ও স্থানীয় মির্জারগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে মির্জারগাঁও গ্রামের পূর্বের বালুর মাঠ থেকে নিখোঁজ হয় আরিয়ান আহমদ। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও শনিবার বিকেল পর্যন্ত তার সন্ধান পায়নি পরিবার। বিকেলে মাহতাবপুর সংলগ্ন সুরমা নদীতে তাঁর লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, “আরিয়ানের মৃত্যুতে আমি গভীর শোকাহত। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বলেন, “আমি ঘটনাস্থলে আছি। প্রাথমিকভাবে ধারণা করছি, সাঁতার না জানার কারণে নদীর পানিতে ডুবে শিশুটি মারা গেছে।





