সিলেট চার আসেন সংসদ সদস্য পদপ্রার্থী হেলাল উদ্দিন আহমদ বলেছেন শুধু ভালো ফলাফল করলেই হবে না, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষও হতে হবে।
রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বাংলাবাজারে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি আরও বলেন এসএসসি কৃতি শিক্ষার্থীদের
শুধু জিপিএ-৫ অর্জন একমাত্র উদ্দেশ্য হতে পারে না। পড়াশুনার পাশাপাশি সামাজিক সচেতন মানুষ হিসেবে বড় হতে হবে। মানবিক মূল্যবোধ, অন্যের প্রতি শ্রদ্ধাশীল, সহমর্মিতা, যুক্তিবাদিতা ও দেশপ্রেমের গুণাবলীতে শিক্ষার্থীদের সমৃদ্ধ হতে হবে। আমাদের উচিত হবে তাদের স্বতন্ত্র প্রতিভা বিকাশের উপযোগী পরিবেশ তৈরি করে দেয়া।
অনুষ্ঠানে পরিষদের সভাপতি সাদিক আহমেদ রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হোসেন ও জসিম উদ্দিন এর যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডৌবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লুকমান উদ্দিন, মাস্টার কুতুবউদ্দিন, পরিষদের উপদেষ্টা মমতাজুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আখতার ফারুক, তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, ফতেহপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন বাবুল ও যুগ্ম আহবায়ক জসিম উদদীন, ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আকব, গিয়াস রানা,নাছির উদ্দিন, দুলাল প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা, নৈতিকতা ও ভবিষ্যৎ গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। সংবর্ধিত শিক্ষার্থীরাও তাদের সাফল্য ও পরিশ্রমের গল্প শেয়ার করেন। আলোচনা শেষে অতিথিরা ৫০ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।