সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় বৃক্ষরোপণ অভিযান আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় আল-ফজল ছাত্র সংসদের আয়োজনে মাদ্রাসার ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবু সালেহ মোহাম্মদ আব্দুস ছোবহান, গভর্নিং বডির সভাপতি মদব্বির আহমদ, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য জালাল উদ্দীন, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক মাওলানা মইনুল হক মুমিন, ইংরেজি প্রভাষক রাজিবুর রহমান, সহকারী শিক্ষক শামসুল ইসলাম, গভর্নিং বডির অভিভাবক সদস্য দিলওয়ার হোসেন নজমুল, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক।
আল-ফজল ছাত্র সংসদের সাবেক ভিপি মাওলানা মখছুছুর রহমান ও হাফিজ মাওলানা জাকির হোসেন, এবং সাবেক শিক্ষার্থী রেদওয়ান আহমেদ সুমন। ছাত্র সংসদ থেকে উপস্থিত ছিলেন, আল-ফজল ছাত্র সংসদের ভিপি আবুল হাসান মো. আদনান, জিএস মুহাম্মাদ জাবের আহমদ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ যায়েদুল ইসলাম, সাহিত্য সম্পাদক রাসেল আহমদ, অফিস সম্পাদক পারভেজ আহমেদ সায়েমসহ অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ। সবাই মিলে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে অঙ্গীকার ব্যক্ত করেন।